‘সালমানই সেরা বিবাহযোগ্য পুরুষ’

আজকের মতামত ডেস্ক
 ছবি:
ছবি:

বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হলেও বলিউড সুপারস্টার সালমান খানকে এখনও সবচেয়ে ‘বিবাহযোগ্য’ পুরুষ হিসেবে দেখছেন তার অনুরাগীরা। সম্প্রতি কপিল শর্মার টক শো-তে হাজির হয়ে নিজের শারীরিক সমস্যাগুলো নিয়ে খোলাখুলি কথা বলেন ভাইজান।

সালমান জানান, তিনি ট্রাইগেমিনাল নিউরালজিয়া, অ্যানিউরিজম এবং এভি ম্যালফরমেশনের মতো জটিল ও দুর্লভ রোগে ভুগছেন, যেগুলো মারাত্মক পর্যায়ের ব্যথা তৈরি করে, এমনকি মৃত্যুর ঝুঁকিও থাকে। তবুও এই কঠিন সময়েও তিনি কাজ চালিয়ে যাচ্ছেন নিয়মিত।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন সালমান, যেখানে তাকে কফি মগ হাতে ছাই রঙা টি-শার্ট ও চোখে সানগ্লাস পরে বসে থাকতে দেখা যায়। হাতে তার স্বভাবসুলভ ব্রেসলেটটিও ছিল। মুহূর্তেই ভাইরাল হয় সেই ছবি।

ভক্তরা মন্তব্যে ভাসিয়ে দেন তাকে। কেউ লিখেছেন, ‘ভাইজানই সবচেয়ে বিবাহযোগ্য পুরুষ’, আবার কেউ বলছেন, ‘আপনি শুধু নায়ক নন, আমাদের অনুপ্রেরণা। দ্রুত সুস্থ হয়ে উঠুন।’ আরেকজন লেখেন, ‘ভাইয়ের অসুখ তাকে থামাতে পারবে না। এমন স্টাইলিশ ও হৃদয়জয়ী নায়ক আর কেউ নেই।’

কপিল শর্মার অনুষ্ঠানে সালমান আরও জানান, তার জীবনে শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক চাপও অনেক, যা কখনও কখনও মেজাজ খারাপের কারণ হয় এবং এতে সমস্যাগুলো আরও বাড়ে।

উল্লেখ্য, ২০১৭ সালেও সালমান তার ট্রাইগেমিনাল নিউরালজিয়ার বিষয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেন। তিনি জানান, এই রোগকে ‘সুইসাইড ডিজিজ’ বলা হয়ে থাকে, কারণ এর যন্ত্রণায় অনেকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন।

তবুও অদম্য মনোবল ও চিরচেনা হাসিমুখে ভাইজান প্রমাণ করে চলেছেন, জীবনের যেকোনো কঠিন পরিস্থিতিকে সাহসের সঙ্গে মোকাবিলা করা সম্ভব। 

বিষয়:

অর্থনীতি
এলাকার খবর

সম্পর্কিত