‘গান বাংলা’ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৌশিক হোসেন তাপস জামিনে কারামুক্ত হয়েছেন। বুধবার (১৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।
এর আগে, ২০২৪ সালের ৪ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেফতার করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।
পরবর্তীতে ৯ ডিসেম্বর গুলশান থানায় ‘গান বাংলা’ টেলিভিশনের মালিকানা দখলে নিতে অস্ত্র প্রদর্শন ও মারধরের অভিযোগে দায়ের করা আরেক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এছাড়া ২০২৫ সালের ৭ মে গুলশান এলাকায় ভ্যানচালক জব্বার আলী হাওলাদারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায়ও তার বিরুদ্ধে গ্রেফতার দেখানো হয়।
সবকটি মামলায় জামিন পাওয়ার পর কৌশিক হোসেন তাপস এখন কারামুক্ত।