নেতৃত্ব ছাড়া নিয়ে মুখ খুললেন শান্ত

আজকের মতামত ডেস্ক
 ছবি:
ছবি:

নাজমুল হোসেন শান্তর টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার গুঞ্জন কয়েকদিন ধরেই আলোচনায়। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে চলমান কলম্বো টেস্টের পরই অধিনায়কত্ব ছাড়বেন শান্ত। তবে এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে চাননি টাইগার অধিনায়ক।

গতকাল রোববার অনুশীলনে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শান্ত বলেন, "আলোচনা তো আগেও হয়েছে, এখনও হচ্ছে—হোক। আমি এখন এসব নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। সামনে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ, সেটায় ভালো খেলার দিকেই মনোযোগ দিতে চাই, একজন অধিনায়ক ও ব্যাটার হিসেবে অবদান রাখতে চাই।"

এ সময় তিনি ভক্ত-সমর্থকদের প্রতি অতিরিক্ত আলোচনা ও মাতামাতি না করার অনুরোধ জানান। বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করব, খুব বেশি আলোচনা বা সমালোচনার দরকার নেই। এখন আমাদের লক্ষ্য থাকা উচিত সামনের ম্যাচটা কীভাবে ভালো খেলা যায়।’

ক্রিকবাজ দাবি করে, শান্ত নাকি নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) তা জানিয়ে দিয়েছেন। ওয়েবসাইটটির কাছে শান্তর এক ঘনিষ্ঠ সূত্র জানায়,
ওর মন ভীষণ খারাপ। যেসব ঘটনা ঘটেছে, তাতে সে মোটেই খুশি নয়। আমার মনে হয় না শ্রীলঙ্কা সিরিজের পরও সে অধিনায়কত্ব চালিয়ে যাবে।

এমনকি শান্ত নাকি একসময় সব ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদ তাকে টেস্ট ও ওয়ানডে দলের দায়িত্বে রাখার পরামর্শ দেন। তখন কেবল টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ান শান্ত।

তবে হঠাৎ করেই ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে নেওয়ার ঘটনায় ভীষণ কষ্ট পেয়েছেন তিনি। শ্রীলঙ্কা সফরের আগেই সংবাদ সম্মেলনে দলের পরিকল্পনা জানালেও, পরে জানতে পারেন—নতুন ওয়ানডে অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। যদিও তিনি প্রকাশ্যে কিছু বলেননি, বরং মিরাজকে শুভেচ্ছা জানিয়েছেন।

ক্রিকবাজের আরও দাবি, গত ১২ জুন এক জরুরি জুম বৈঠকে শান্তকে না জানিয়েই তাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।

এলাকার খবর

সম্পর্কিত