যৌথবাহিনীর হাতে সাবেক ছাত্রদল নেতা আটক, বাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধার

মাগুরা প্রতিনিধি
 ছবি:
ছবি:

মাগুরা সদর উপজেলার সাবেক ছাত্রদল নেতা আবু তাহের সবুজকে আটক করেছে যৌথবাহিনী। তার বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা করার অভিযোগ রয়েছে। অভিযানের সময় তার বাড়ি থেকে একটি দেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ১৫টি ইয়াবা ট্যাবলেট এবং একটি রামদা উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার মাগুরা ভায়না মোড় থেকে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজকে আটক করা হয়। পরে বিকেলে মাগুরা আর্মি ক্যাম্প ও সদর থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে অস্ত্র ও মাদক জব্দ করে।

মাগুরা আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর মো. সাফিন সাংবাদিকদের জানান, পূর্বে তাদের অভিযান থেকে মাদক জব্দ করা হলেও আবু তাহের সবুজ সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছিলেন। ক্ষুব্ধ হয়ে তিনি বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন এবং কিছু লোককে এ কাজে ভাড়া করেছিলেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, “সেনাবাহিনীর সঙ্গে আমাদের পুলিশ সদস্যরাও ছিলেন। তাকে মাগুরা সদর থানায় আনা হয়েছে। অস্ত্র ও মাদক আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে।”

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত