মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক বিরোধে ভাবিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পলাতক দেবর রাকিবকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ পিবিআইয়ের পরিদর্শক সুখেন্দু বসু। এর আগে গত শুক্রবার সকালে ঘিওরের নালী ইউনিয়নের বেরিবাঁধ এলাকায় এই হত্যাকাণ্ড হয়।
পুলিশ বলছে, একটি কাঁঠালকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত গৃহবধূর নাম সোভা বেগম (৩৫)। তিনি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত রাকিব তাঁর স্বামীর ছোট ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘিওরের নালী ইউনিয়নের বেরিবাঁধ এলাকায় সালাম মিয়া ও তাঁর ভাই রাকিব পাশাপাশি বসবাস করেন। তাঁদের বাড়ির পাশে দুটি কাঁঠাল গাছ ছিল। কয়েক মাস আগে রাকিব তাঁর ভাগের গাছটি কেটে ফেলেন।
শুক্রবার সকালে সালামের স্ত্রী সোভা অপর গাছ থেকে কাঁঠাল তুলছিলেন। তখন রাকিব এসে গাছের কাঁঠালে নিজের অংশ দাবি করেন। এ নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে একটি ধারালো ছুরি এনে সোভাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই রাকিব পালিয়ে যান।
মানিকগঞ্জ পিবিআইয়ের পরিদর্শক সুখেন্দু বসু বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় রাকিবকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার আসামিকে আদালতে পাঠানো হবে।