ইতালি প্রবাসীর মরদেহ হাসপাতালে ফেলে পালালেন স্ত্রী

মাদারীপুর প্রতিনিধি
 ছবি:
ছবি:

মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হালিম খান (৪৫) নামে এক ইতালি প্রবাসীর মরদেহ ফেলে রেখে পালিয়ে গেছেন তার স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যরা। নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে হালিমকে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে এ ঘটনা ঘটে। নিহত হালিম মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের নগর গোয়ালদি গ্রামের মৃত হাজী বালা উদ্দিনের ছেলে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, চার বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে দ্বিতীয় বিয়ে করেন হালিম। তার স্ত্রী রেশমা বেগম রাজৈরের উত্তর দারাদিয়া গ্রামের সোমেদ চৌকিদারের মেয়ে। বিয়ের পর হালিম তার শ্বশুরকে ৬০ লাখ টাকা দেন। এছাড়া ইতালি থেকে মোটরসাইকেল কেনার টাকাও পাঠান, যা কেনা হয় শ্যালক সবুজ চৌকিদারের নামে।

সম্প্রতি হালিম দেশে ফিরে পাওনা টাকা ও মোটরসাইকেল ফেরত চাইলে বিরোধ তৈরি হয়। সোমবার রাতে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে হালিমকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে পরিবারের অভিযোগ।
 
মঙ্গলবার সকালে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হালিমকে নিয়ে যান রেশমা ও তার পরিবারের লোকজন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে তারা মরদেহটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যান।

নিহতের প্রথম স্ত্রীর মেয়ে হিমু আক্তার বলেন, আমার বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরজুড়ে আঘাতের চিহ্ন রয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, ঘটনাটি সন্দেহজনক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, হত্যার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। হত্যাকাণ্ড হয়ে থাকলে দায়ীদের আইনের আওতায় আনা হবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত