শাপলা প্রতীক পেতে আশাবাদী এনসিপি, ইসিতে নিবন্ধন আবেদন জমা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

দলীয় প্রতীক হিসেবে শাপলা ফুল বরাদ্দ পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার নির্বাচন কমিশনে (ইসি) এসে দলটির নিবন্ধনের প্রাথমিক আবেদন জমা দেন তিনি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ আশা প্রকাশ করেন নাহিদ।

তিনি জানান, ‘সব শর্ত পূরণ করে আমরা জাতীয় নাগরিক পার্টির নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছি। দ্রুত নিবন্ধন মিলবে বলে আশাবাদী। আমরা চাই শাপলাকে আমাদের প্রতীক হিসেবে পেতে, যেটি জাতীয় ফুল হলেও প্রতীক হিসেবে ব্যবহারে কোনো আইনি বাধা নেই।’

নাহিদ ইসলাম আরও জানান, প্রবাসীদের ভোটাধিকার বিষয়েও প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি দলের নির্বাচন অংশগ্রহণের সিদ্ধান্ত নির্ভর করবে চলমান রাজনৈতিক প্রক্রিয়া ও নির্বাচন ব্যবস্থার সংস্কারের ওপর।

দলটি আত্মপ্রকাশের চার মাস পর ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করল। এর আগে শুক্রবার দলের সাধারণ সভায় খসড়া গঠনতন্ত্র অনুমোদন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, নিবন্ধনের জন্য প্রযোজ্য প্রায় সব শর্ত পূরণ করেছে এনসিপি, এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রয়েছে।

নিবন্ধনের নিয়ম অনুযায়ী আবেদন জমার পর এখন নির্বাচন কমিশন আবেদনগুলোর প্রাথমিক যাচাই-বাছাই শুরু করবে। শেষদিন রোববার পর্যন্ত ইসিতে মোট ৪৯টি নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন জমা পড়েছে।

এনসিপির পক্ষ থেকে শাপলা ছাড়াও বিকল্প প্রতীক হিসেবে কলম ও মোবাইলের কথা উল্লেখ করা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত