শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না ভারত: রিজভী

পাবনা প্রতিনিধি
 ছবি:
ছবি:

 বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভারতে ক্ষমতাসীন মহল বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে নিতে পারছে না। তিনি বলেন, ‘‘শেখ হাসিনার পতন একটি দীর্ঘ আন্দোলনের ফসল, যা পাশের দেশের কাছে সহ্য করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।’’

শুক্রবার (২০ জুন) পাবনার চাটমোহরে বিএনপির প্রবীণ নেতা আবু তাহের ঠাকুরকে দেখতে গিয়ে এসব কথা বলেন রিজভী। সেখানে তিনি তারেক রহমানের নির্দেশে অসুস্থ ওই নেতার হাতে চিকিৎসা সহায়তা হিসেবে আর্থিক অনুদানও তুলে দেন।

রিজভী বলেন, ‘‘যখনই ভারতের নীতিনির্ধারকরা দেখেন ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক হয়েছে, তখনই অপপ্রচার শুরু হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে টার্গেট করেই একের পর এক অপপ্রচার চালানো হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমকে ব্যবহার করে এ অপপ্রচার ছড়ানো হচ্ছে। এমনকি ভারতীয় নীতিনির্ধারকরাও তাদের পুনর্বাসনে সক্রিয়ভাবে কাজ করছে।’’

তিনি আরও বলেন, ‘‘১৬ বছরের দমন-পীড়নের পর দেশের মানুষ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে সরিয়েছে। কিন্তু এই রাজনৈতিক পরিবর্তন পাশের দেশ কিছুতেই মেনে নিতে পারছে না।’’

বাংলাদেশের জনগণের প্রতিরোধের কথা তুলে ধরে রিজভী বলেন, ‘‘১৮ কোটি মানুষের এই দেশকে কেউ চাপিয়ে নিয়ন্ত্রণে রাখতে পারবে না। পৃথিবীর বড় শক্তিও যদি ভাবে, বাংলাদেশকে দমিয়ে রাখবে—তবে তারা বোকার স্বর্গে বাস করছে। জনগণ অতীতে তা মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না।’’

তিনি অভিযোগ করেন, ‘‘আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা বিদেশে টাকা পাচার করে সেখানে আরাম-আয়েশে জীবন কাটাচ্ছেন। দুবাই, কানাডা, সিডনি, মালয়েশিয়ায় তাদের বাড়িঘর। আর যারা যেতে পারেননি, তারা পাশের দেশে আশ্রয় নিয়েছেন।’’

এ সময় রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় সহ-সম্পাদক সাইফ আলী খান, উপদেষ্টা মোস্তফা জামান সেলিম, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাব সদস্য জাহিদুল ইসলাম রনি, ছাত্রদল ও স্থানীয় বিএনপির নেতারা।

বিষয়:

দুর্নীতি
এলাকার খবর

সম্পর্কিত