এনসিসি গঠন না হলে গণঅভ্যুত্থান ও সংস্কার প্রক্রিয়া ব্যর্থ হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠন না হলে চলমান গণঅভ্যুত্থান ও সংস্কার কমিশনের কার্যক্রম ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপে দ্বিতীয় দিনের সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনের মতো সংস্থাগুলোর রাজনৈতিক ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার ছিল। তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে এই প্রতিষ্ঠানগুলো সংস্কারের প্রতিশ্রুতিও দিয়েছিল। অথচ এখন দেখা যাচ্ছে, কিছু দল এনসিসি গঠনের বিরোধিতা করছে।”

তিনি আরও বলেন, “যারা এনসিসির বিরোধিতা করছেন, তারা কোনো বিকল্প প্রস্তাব দেননি। এভাবে চলতে থাকলে গণঅভ্যুত্থান ও কাঙ্ক্ষিত সংস্কার প্রক্রিয়া ব্যর্থ হবে।”

সংবিধানিক প্রতিষ্ঠানে দলীয়করণের প্রসঙ্গে তিনি বলেন, “দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা বিগত সময়ে প্রশ্নবিদ্ধ হয়েছে। বিরোধী দল-মত দমন এবং ভোটাধিকার হরণেও তাদের ভূমিকা ছিল। এসব সমস্যা থেকে উত্তরণের জন্যই আমরা একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া চেয়েছি, যার কাঠামো হবে এনসিসির মতো একটি কাউন্সিল।”

আজকের আলোচনা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “আমরা আশা করেছিলাম, অন্তত নীতিগতভাবে এনসিসি গঠনের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যাবে। কিন্তু দুঃখজনকভাবে কোনো দলীয় ঐক্য হয়নি। ফলে ভবিষ্যতে আবারও একপক্ষীয়ভাবে, প্রধানমন্ত্রীর ইচ্ছামতো নিয়োগের পথই খোলা থাকবে বলে আশঙ্কা থেকে যায়।”

বিষয়:

দুর্নীতি
এলাকার খবর

সম্পর্কিত