২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত ২ জুন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সংসদে বাজেট প্রস্তাব উত্থাপন করেন। চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় এবারের বাজেট ৭ হাজার কোটি টাকা কম।

প্রস্তাবিত বাজেটের খসড়া নিয়ে নাগরিকদের কাছ থেকে মতামত সংগ্রহ করে অর্থ মন্ত্রণালয়। ১৯ জুন পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে এসব মতামত গ্রহণ করা হয়। পরে মতামত পর্যালোচনা করে কিছু পরিবর্তন এনে বাজেটের চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়।

এবারের বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হয়নি। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর আগামী ১ জুলাই থেকে বাজেটটি কার্যকর হবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত