বিকাশে মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকার ঋণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে পাওয়া ডিজিটাল ঋণের সীমা বাড়িয়েছে দি সিটি ব্যাংক। এখন থেকে বিকাশ গ্রাহকেরা সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যা আগে ছিল ৩০ হাজার টাকা।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিকাশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, যোগ্য গ্রাহকেরা বিকাশ অ্যাপ ব্যবহার করে যেকোনো সময়, যে কোনো প্রয়োজনে জামানত ছাড়াই এই ঋণ নিতে পারবেন। ঋণের পরিমাণ নির্ধারিত হবে গ্রাহকের লেনদেনের ইতিহাস ও ঋণমান অনুসারে।

বিকাশ আরও জানায়, গ্রাহকের চাহিদা, আস্থা এবং দ্রুত ঋণ প্রাপ্তির সুবিধাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ঋণসীমা বাড়ানো হয়েছে।

২০২১ সালে সিটি ব্যাংক ও বিকাশের যৌথ উদ্যোগে চালু হয় এই ডিজিটাল ন্যানো ঋণসেবা। এরই মধ্যে ১০ লাখের বেশি গ্রাহক বিকাশ অ্যাপ ব্যবহার করে সিটি ব্যাংক থেকে ৫৫ লাখের বেশি বার ঋণ নিয়েছেন। যার মোট অঙ্ক প্রায় ২,৮০০ কোটি টাকা।

কীভাবে ঋণ নেবেন?

বিকাশ অ্যাপে থাকা ‘লোন’ অপশনে গিয়ে গ্রাহকেরা সহজেই ৫০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। অনুমোদনের পর মাত্র কয়েক ক্লিকে টাকা যুক্ত হবে বিকাশ অ্যাকাউন্টে। ঋণ পরিশোধ করতে হবে মাসিক কিস্তিতে, যা নির্ধারিত তারিখে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। চাইলে গ্রাহক মেয়াদ শেষ হওয়ার আগেই আংশিক বা পুরো ঋণ পরিশোধ করতে পারবেন, এবং সে ক্ষেত্রে কেবল ব্যবহৃত সময়ের জন্যই সুদ দিতে হবে—কোনো অতিরিক্ত চার্জ নয়।

যেসব গ্রাহক এখনো এই সেবার আওতায় আসেননি, নিয়মিত লেনদেন, সঞ্চয়, পেমেন্ট ইত্যাদি ব্যবহার করে ভবিষ্যতে তারা যোগ্য হয়ে উঠতে পারেন।

বিকাশ বলছে, ডিজিটাল ঋণসেবার কয়েক বছরের সফল অভিজ্ঞতার ভিত্তিতেই ঋণের সীমা বাড়ানো হয়েছে এবং এটি দেশের ফিনটেক খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

বিষয়:

টাকা
এলাকার খবর

সম্পর্কিত